সবুজের অমৃত স্পর্শ ছোঁয়া......

সবুজ (জুলাই ২০১২)

এই মেঘ এই রোদ্দুর
  • ৩০
  • ৪০৮
সবুজ মাঠ সবুজ ঘাস
সবুজে সবুজে একাকার
মুগ্ধতার আহবানে এদিক ওদিক
ফিরে তাকাই বারবার।

রূপের নাই শেষ তোমার
আমার মাতৃভূমি
ভালবাসি সবুজের সমারোহ
সত্যিই অপরূপ তুমি ।

ঋতুর বৈচিত্রতায় অপরূপ সাজে
প্রকৃতি যে সেজেছে আজ
বৃষ্টিতে ভিজে পাতারা
নিয়েছে গাঢ় সবুজের সাজ ।

চারিদিকে সবুজ শান্তির
নেমেছে যেন শীতল ধারা
গাছে ফুটেছে রঙ-বেরঙের ফুল
প্রকৃতির সাথে হই আনন্দে মাতোয়ারা ।

সবুজ পাতার ফাঁকে ফাঁকে
ফুটেছে কৃষ্ণচূড়া
কদম কেয়া আর কামিনী গাছ
ফুলে ফুলে ভরা ।

আমার বাংলার মত কোথাও নাই
এমন সবুজতর রূপ
চারিদিকে ছাতার মত
গাছে গাছে পল্লবের স্তুপ ।

পথে প্রান্তরে নদীর তীরে
বটের ছায়ায়
সবুজে সবুজে মন মাতায়
যেন এক অপরূপ মায়ায় ।

জন্মভুমি মাগো আমার
শত দু:খেও সবুজে প্রাণ জুড়ায়
বিমুগ্ধ নয়নে চেয়ে থাকি
প্রকৃতি তুমি কাছে টান এ কোন মহিমায় ।

পেতে চাই না দামী কিছু
চাইনা অজস্র ধন ভান্ডার
তোমার মাঝে সবই পাই
ধনে যে লালসা নেই আমার ।

এখন আর তোমার রূপে মাগো
মন না রাঙে
খুন-খারাবি আর সন্ত্রাসীর
খবরে প্রতিদিনের ঘুম ভাঙে ।

সবুজে সবুজে প্রাণ হয়না
কেন আজ সিক্ত
মাতৃভূমি মাগো তোমার
বুক রক্তে কেন আজ রক্তাক্ত ।

তবুও আশা রাখি সবুজে সবুজে
হউক উজ্বল তোমার এই ধুলির ধরায়
শত দু:খে যেন জুড়ায় মন প্রাণ
তোমার সবুজের অমৃত স্পর্শ ছোঁয়ায়
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
তানি হক তবুও আশা রাখি সবুজে সবুজে হউক উজ্বল তোমার এই ধুলির ধরায় শত দু:খে যেন জুড়ায় মন প্রাণ তোমার সবুজের অমৃত স্পর্শ ছোঁয়ায় .......অনেক অনেক ভালো লাগা রইলো ..ধন্যবাদ
আন্তরিক ধন্যবাদ তানি আপু
এফ, আই , জুয়েল # বিরাট কবিতা । অনেক সুন্দর ।।
ধন্যবাদ জুয়েল ভাইয়া
জাফর পাঠাণ মাতৃভূমি মাগো তোমার -বুক রক্তে কেন আজ রক্তাক্ত ।বর্তমান রাষ্ট্র প্রতিচ্ছবির চমৎকার বাস্তবতা । মোবারকবাদ কবিকে ।
আন্তরিক ধন্যবাদ পাঠান ভাই...
আহমেদ সাবের বাংলার সবুজের মুগ্ধতার সাথে প্রশ্ন - "মাতৃভূমি মাগো তোমার / বুক রক্তে কেন আজ রক্তাক্ত?" । তবুও আশাবাদ। ভাল লাগল কবিতাটা।
অনেক ধন্যবাদ সাবের ভাই......
মাহ্ফুজা নাহার তুলি ছন্দে......ছন্দে......ছন্দময়.......কবিতাটি মন্দ নয়.........
মামুন ম. আজিজ বাক্য গঠনের আরেকটু কাব্যিকতা আনা গেলে চরম হতো..এমনতে সুন্দরতো বটেই
ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য
মাহমুদুল হাসান ফেরদৌস দেশের প্রতিচ্ছবি ফুটে উঠল
জালাল উদ্দিন মুহম্মদ তবুও আশা রাখি সবুজে সবুজে / হউক উজ্বল তোমার এই ধুলির ধরায় / শত দু:খে যেন জুড়ায় মন প্রাণ / তোমার সবুজের অমৃত স্পর্শ ছোঁয়ায় --------- // সুন্দর প্রত্যাশা । ভাল লাগল বেশ। শুভকামনা রইলো।
েআন্তরিক ধন্যবাদ জালাল ভাই
শ্যাম পুলক স্কুলে আমি যে কবিতা পড়তাম এ কবিতার মাঝে আমি আজ আবার সেই স্বাদ পেলাম.... সেই স্কুল জীবনের কথা মনে পরলো। 'আমার পূর্ব বাংলা' কবিতা পড়ছেন হয়তো,ওটার মধ্যে এক ধরনের মধুর আবেষ ছিল..... আর ছিল আবেগের মধুর প্রকাশ............ এই কবিতাটিতে ও সে মধু আছে............. সর্বোপরি আছে প্রকৃতির প্রতি ভালবাসা............
ধন্যবাদ জানানোর ভাষা নাই । খুব ভাল লাগে এমন সুন্দর মন্তব্য পেলে
খন্দকার আনিসুর রহমান জ্যোতি সবুজ পাতার ফাঁকে ফাঁকে ফুটেছে কৃষ্ণচূড়া কদম কেয়া আর কামিনী গাছ ফুলে ফুলে ভরা । // Apnar lekha amar valo lage jonmo vumir sundor mtri bondona ei kobitatao khub valo...........Fatema apa ...apnake dhonnobad..........
আপনার ভাল লাগে শুনে খুব খুশি হলাম ভাই । আন্তরিক ধন্যবাদ আপনাকে.......

০১ মার্চ - ২০১১ গল্প/কবিতা: ১৫৩ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "নগ্নতা”
কবিতার বিষয় "নগ্নতা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ মে,২০২৪